20 C
আবহাওয়া
৩:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি


বিএনএ,খাগড়াছড়ি:খাগড়াছড়িতে ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার(৭ এপ্রিল) খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, অপ্রীতিকর ঘটনা ও জেলার আইনশৃংখলা পরিস্থতির অবনতি সমুন্নত রাখতে এ আদেশ জারি করা হল। তবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবেনা।

কেন্দ্রীয় বাস টার্মিনালে ইফতার মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। একই তারিখ ও একই ভেন্যুতে জাতীয় শ্রমিক লীগ সমাবেশের অনুমতি চাওয়ার উত্তেজনা বিরাজ করছে ।

ইফতার মাহফিলে বাধা দিলে ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচি করার হুঁশিয়ারি দেয় বিএনপি।শুক্রবার(৭ এপ্রিল) সকালে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।

বিএনএ/ আনোয়ার,ওজি

Loading


শিরোনাম বিএনএ