বিএনএ, দিনাজপুর : চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা করে। এতে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।
শুক্রবার (৭ মার্চ) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশীয় পেঁয়াজের বেশ ভালো সরবরাহ লক্ষ্য করা গেছে। এতে করে পণ্যটির দাম আগের তুলনায় কমতির দিকে রয়েছে। দুদিন পূর্বে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ যেখানে ৪০ টাকা দরে বিক্রি হয়েছিল বর্তমানে এখন তা কমে প্রকারভেদে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমার কারণে ক্রেতাদেরকে চাহিদা মোতাবেক পণ্যটি কিনতে দেখা গেছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, পণ্যটির চাহিদা বাড়ায় মোকামে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিলেন বিক্রেতারা। সেই সাথে কৃষকরা বাড়তি দামের আশায় পেঁয়াজ বিক্রি কিছুটা কমিয়ে দিয়েছিলেন। যার কারণে মোকামেই পণ্যটির দাম বাড়ছিল ফলে আমাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছিল। বর্তমানে পেঁয়াজ বিক্রি খানিকটা কমে যাওয়ায় পণ্যটির চাহিদা কিছুটা কমেছে। সেই সাথে যারা বাড়তি দামের আশায় পেঁয়াজ মজুদ করে রেখেছিলেন তারাও পেঁয়াজ ছাড়তে শুরু করেছেন। যার কারণে মোকামে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় খানিকটা বেড়েছে। যে পেঁয়াজ দুদিন আগেও ১২০০-১৪০০ টাকা মন কিনতে হয়েছিল সেই পেঁয়াজ এখন দাম কমে ৬০০-৬৫০ টাকায় নেমে এসেছে। আমরাও কম দামে কিনতে পারায় সেই মোতাবেক কম দামেই বিক্রি করছি। পেঁয়াজের সরবরাহ যদি এমন থাকে তাহলে দাম বাড়বে না।
বিএনএনিউজ/এইচ.এম।