26 C
আবহাওয়া
৪:৩৫ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৫
Bnanews24.com
Home » ইলন মাস্কের স্টারশিপ উৎক্ষেপণের ১০ মিনিট পরেই ভেঙে পড়লো

ইলন মাস্কের স্টারশিপ উৎক্ষেপণের ১০ মিনিট পরেই ভেঙে পড়লো


বিএনএ, বিশ্বডেস্ক : স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপরেই তাতে আগুন লেগে যায়।  বৃহস্পতিবার (৬ মার্চ) এনিয়ে চলতি বছরে দুইবার  উৎক্ষেপণের পর ভেঙে পড়লো স্পেসএক্সের রকেট ‘স্টারশিপ’-এর উপরের অংশ।

বলা হয়েছে, স্টারশিপে আগুন লাগার পর আকাশে অগ্নিদ্বগ্ধ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়।

এর আগে দুই মাসও আগে ঠিক একইভাবে আরও একটি স্টারশিপে বিস্ফোরণ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের এটি দ্বিতীয় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

 

টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সন্ধে সাড়ে ছয়টায় (ভারতে সকাল ছয়টা, বাংলাদেশে সকাল সাড়ে ছয়টা) ৪০৩-ফুটের এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রথমভাগে কোনো সমস্যা হয়নি। বুস্টারটি সফলভাবে রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর দিকে নেমে আসে।মাঝপথে তাকে ধরে ফেলে একটি ক্রেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্টারশিপের বাকি অংশ ঘুরতে থাকে। একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ