15 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » যশোর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বিএনএ, যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা নজরুল ইসলাম (৬৯) নামে ৩৭ বছর সাজাপ্রাপ্ত অস্ত্র-গুলি মামলার আসামির মৃত্যু হয়েছে। তার কয়েদি নম্বর ৯২০৬/এ। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নজরুল ইসলাম খুলনার ফুলতলা থানা এলাকার বেজেরডাঙ্গা এলাকার মৃত মালেক মোল্লার ছেলে। তিনি যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামে বসবাস করতেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, ২০১৩ সালের ৩১ জুলাই খুলনার একটি আদালতে অস্ত্র-গুলি মামলায় নজরুল ইসলামের ৩৭ বছর সাজা হয়। ওই মামলায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আজ সকালে বাথরুমে গেলে মাথা ঘুরে পড়ে যান। অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সকাল ৮টা ২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক খন্দকার রেজওয়ান-উদ-দারিন ও ডা. হাসিব মোহাম্মদ হাসান বলেন, কারাগার থেকে আসা আসামি নজরুল ইসলামের মৃত্যু হাসপাতালে আনার আগেই হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ