32 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে ইয়াবা পাচার, ৫ রোহিঙ্গার কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচার, ৫ রোহিঙ্গার কারাদণ্ড


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারে ৭০ হাজার পিচ ইয়াবা পাচারের মামলায় ৫ রোহিঙ্গাকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত । একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মঙ্গলবার (৭ মার্চ) এ রায় ঘোষণা করেন।

দন্ডিত আসামীরা হলেন – আমির উদ্দিনের পুত্র আলী আকবর, নজির আহমদের পুত্র মোঃ সেলিম, বনি আমিনের পুত্র নুর আমিন, আহমদ আলী’র পুত্র আবদুর রশিদ এবং মৃত সৈয়দের পুত্র মোঃ আবদুল্লাহ। দন্ডিতরা সকলে মিয়ানমারের আকিয়াব জেলার মেনজী-২ থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় দন্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম।

দন্ডিতদের সাজাভোগ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বিচারক মোহাম্মদ ইসমাইল কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্র পক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট মোঃ আবদুর রশিদ ওঅ্যাডভোকেট নাহিদা খানম কক্সী আদালতে মামলাটি পরিচালনা করেন।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ