18 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৩১, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ৭ মার্চ উদযাপন

মিরসরাইয়ে ৭ মার্চ উদযাপন


বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান।

এসময় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ আশরাফ, বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ