25 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নোবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় ঐতিহাসিক দিবস ৭ মার্চ পালন করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দিবসটি উদযাপনের সকল কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

সকাল বেলার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপন শুরু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ। আজকের দিনের বঙ্গবন্ধুর ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর একটি। প্রতিটি বাঙালির জীবনে এই ভাষণ জাতীয়তাবাদ ও আত্ননির্ভরশীলতা তৈরি করে।

উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

বিএনএ/ শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ