17 C
আবহাওয়া
৪:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » গোপালগঞ্জে বাসচাপায় নিহত ৩

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ৩

বাস চাপায় নিহত

বিএনএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানিতে বাসচাপায় মাদ্রাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মাদ্রাসার ‌শিক্ষক মোটরসাইকেলচালক এম এ হাসিব এবং কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের লোকমান শেখের ছেলে বাইসাইকেলআরোহী নবীর শেখ (২২) ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০)।

কাশিয়ানি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম দুর্ঘটনায় তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাফিজ জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ