বিএনএ ডেস্ক:গত দুই দশকের মধ্যে চলতি বছর চীনের রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। অবশ্য দেশটিতে করোনার প্রাদুর্ভাবের পর আমদানিও কিছুটা বেড়েছে। রোববার (৭মার্চ) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
করোনার কারণে গত বছর অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল চীনসহ গোটা পৃথিবীতে। তবে বেইজিংয়ের ইলেকট্রনিক্স পণ্য এবং মাস্কের মতো টেক্সটাইল সামগ্রী রপ্তানি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। মহামারিকালে সংক্রমণের বিস্তার রোধে বাড়ি থেকে কাজ ও পিপিইর মতো সুরক্ষা সামগ্রীর চাহিদা বৃদ্ধিই এর কারণ।
সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইলেকট্রনিক্স পণ্য ও মাস্কের কল্যাণে রপ্তানি বেড়েছে ৬০ দশমিক ৬ শতাংশ। একই সময় আমদানি বেড়েছে ২২ দশমিক ২ শতাংশ।
কাস্টমসের সর্বশেষ এই পরিসংখ্যান অনুযায়ায়ী, গত বছরের একই সময় রপ্তানি ১৭ শতাংশ এবং আমদানি ৪ শতাংশ কম ছিল।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর চীনের সর্বমোট বাণিজ্য উদ্বৃত রয়েছে দশ হাজার ৩৩০ কোটি মার্কিন ডলার।