25 C
আবহাওয়া
১২:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ই‌ঞ্জি‌নিয়ার আলী আশরাফ আর নেই

ই‌ঞ্জি‌নিয়ার আলী আশরাফ আর নেই


বিএনএ রিপোর্ট : সাদার্ন ইউনিভার্সিটির উপ—উপাচার্য প্রকৌশলী আলী আশরাফ(৭০) আর আমাদের মাঝে নেই। শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।
তার প্রথম নামাজে জানাজা আজ রোববার বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা ফটিকছড়ির জাফতনগর লতিফ রহমান হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হবে।

  গুণী এই শিক্ষক ও প্রকৌশলীর  মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
এক শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা,  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান,উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকতার্বৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তাঁরা বলেন,  তাঁর মৃত্যুতে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল এবং আমরা হারালাম একজন পথ প্রদর্শক, জ্ঞান প্রদীপ ও  বিশিষ্ট ব্যক্তি। সাদার্ন ইউনিভার্সিটির অগ্রযাত্রায় মহান এ শিক্ষকের অবদান  চির স্মরণীয় হয়ে থাকবে। এমন একটি উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে পুরো সাদার্ন পরিবার শোকাহত।

আজ রোববার জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি ফটিকছড়ির জাহানপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ভারপ্রাপ্ত উপ—উপাচার্য হিসেবে গত ০৭.০৮.২০১৬ ইংরেজি যোগদান করেন পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী অধ্যাপক আলী আশরাফ। একই সাথে তিনি সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০১৪ সালে তিনি সাদার্ন ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দীর্ঘদিন ধরে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। বিভিন্ন গবেষণামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রচুর গবেষণামূলক প্রকাশনা দেশ—বিদেশে সমাদৃত। বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি ওতোপ্রোতভাবে জড়িত।

অধ্যাপক প্রকৌশলী এম আলী আশরাফ ১৯৭৬ সনে তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৪ সনে যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেইট ইউনিভার্সিটি হতে নগর এবং অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রফেশন্যাল ইঞ্জিনিয়ার হিসেবে (পিইঞ্জ) তিনি বাংলাদেশ প্রফেশন্যাল ইঞ্জিনিয়ারস রেজিস্ট্রেশন বোর্ড কতৃক নিবন্ধিত। পেশাগত এবং শিক্ষকতা কাজের অভিজ্ঞতায় অভিজ্ঞ অধ্যাপক প্রকৌশলী এম, আলী আশরাফ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পি এন্ড ডি এর বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স চট্টগ্রাম চাপ্টারের বর্তমান সভাপতি।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। এর আগে অধ্যাপক প্রকৌশলী এম, আলী আশরাফ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয়ের কমিটি ফর এ্যাডভান্সড্ রিসার্স এর সদস্য ছিলেন। দেশে এবং বিদেশে পেশাগত কাজ এবং শিক্ষকতায় রয়েছে প্রায় চল্লিশ বছরের অভিজ্ঞতা। দীর্ঘ কর্ম জীবনে তিনি বিশ্বস্বাস্থ্যসংস্থাসহ জাতিসংঘের অন্যান্য অঙ্গসংগঠনের সাথে পরামর্শক হিসেবেও কাজ করেছেন। অধ্যাপক আলী আশরাফ আমেরিকার যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশেও কাজ করেছেন। প্রকৌশলী আলী আশরাফ বিশিষ্ট আইনজীবী মরহুম এডভোকেট নূরুল হুদার জৈষ্ঠ পুত্র। গ্রামের বাড়ি ফটিকছড়ি থানার জাহানপুরে।

চুয়েট ভিসির শোক প্রকাশ

এক শোকবার্তায় চুয়েট ভিসি বলেন, “প্রকৌশলী মো. আলী আশরাফের মৃত্যুতে আমরা একজন দক্ষ নগর পরিকল্পনাবিদকে হারালাম। বিশেষ করে, চট্টগ্রাম শহরের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানে গৌরবময় দায়িত্ব পালন করেন। প্রকৌশলী মো. আলী আশরাফের ইন্তেকালে আমরা চুয়েট পরিবারের একজন শুভাকাঙ্খীকেও হারালাম। তিনি এই প্রতিষ্ঠানের কেবল সাবেক ছাত্রই ছিলেন না, একইসঙ্গে এই প্রতিষ্ঠানের সিন্ডিকেট সদস্য ও বিভিন্ন কমিটিসহ একাডেমিক, প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে নানাভাবে যুক্ত ছিলেন। আমরা তাঁর গৌরমময় অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রকৌশলী মো. আলী আশরাফের আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ