বিএনএ,ঢাকা: দেশব্যাপী চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান করেন।
ওই পোস্টে তিনি বলেন, মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি।
এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভাষণ দেওয়ায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। পরে শেখ হাসিনার বাড়ি সুধাসদনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
এ সময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের ম্যুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা ফলক ভাঙচুরের ঘটনাও ঘটে।
বিএনএ/ওজি