24 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ভাঙচুর ও অগ্নিসংযোগ ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা অন্তর্বর্তী সরকারের

ভাঙচুর ও অগ্নিসংযোগ ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা অন্তর্বর্তী সরকারের


বিএনএ, ঢাকা : সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে।

“সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে,” বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, “অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।”

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ