পরে গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।নিহত বাবুল ঘোষ একটি ইলেকট্রিক দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। এই ঘটনায় ঘাতক বাসচালককে আটক ও বাসটিকে জব্দ করেছে পুলিশ।
হাসপাতালে নিয়ে আসা পথচারী ফিরোজ জানান, রাস্তা পারাপারের সময় ভিক্টর পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে চালক জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাকে ধরে ফেলি। তাকে ট্র্যাফিক সার্জেন্টের কাছে রেখে আহত ওই ব্যক্তিকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুল ঘোষকে মৃত ঘোষণা করেন।
ফিরোজ আরও বলেন,নিহতের কাছে থাকা মোবাইলফোন দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার আত্মীয়-স্বজন ঢামেকে এসেছেন। তার বাসা কোতোয়ালি থানার গোয়ালনগর এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন বলেন,আমরা খবর পেয়ে পুলিশের একটি টিমকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। আটক বাস ও চালক থানায় রয়েছে। পরে আমরা জানতে পারি আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।