বিএনএ, সাভার: সাভারের আশুলিয়ায় নিজ বাসা থেকে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদার কাজিম উদ্দিন (৫৬) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী দশতলা রোড এলাকার বাড়ির একটি কক্ষ থেকে তার মরেদহ উদ্ধার করা হয়।তিনি ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদার ছিলেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী সানজিদা আক্তার লিপি বলেন, আমার স্বামী মাঝেমধ্যেই আমাদের এই পুরাতন বাড়িতে আসতেন। এখানে একপাশে তার গরুর খামার অপর পাশে টিনশেডের একটা বাড়ির কয়েকটি কক্ষ আছে। সকালে আমি এসে ওই কক্ষটি তালাবদ্ধ পেয়ে অন্য চাবি দিয়ে খুলে ভেতরে আমার স্বামীর গলা কাটা মরদেহ দেখতে পেয়ে সবাইকে খবর দিই।
আশুলিয়া থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। ওই ব্যক্তিকে কক্ষের ভেতরে গলা কেটে হত্যা করা হয়েছে, তবে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/এইচমুন্নী।