বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিপাইনে দক্ষিণাঞ্চলে ভূমিধসে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩১ জন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনি সমৃদ্ধ একটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে।
প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, খনি শ্রমিকদের পরিবহনের জন্য ব্যবহৃত দুটি বাসের মধ্যে অন্তত ২০ জন লোক আটকা পড়েন। তখন ওই ভূমি ধসের ঘটনা ঘটে। ৮ জন সেখান থেকে কোনো রকমে পালাতে সক্ষম হলেও বাকিরা আটকা পড়েছেন।
ভূমিধসে ১১ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের দাভাও শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, সেখানে ভূমিধস আঘাত হানার কোনো সম্ভাবনাই ছিল না। গত বৃহস্পতিবার সেখানে বৃষ্টি শেষ হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়া বেশ ভালো ছিল এবং সূর্য ওঠায় বেশ গরম পড়েছিল।
গত সপ্তাহেই ওই একই অঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। জাতীয় দূর্যোগ ব্যবস্থাপণা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনএনিউজ/এইচ.এম।