22 C
আবহাওয়া
৫:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিকে নির্মানাধীন বিল্ডিংয়ে নিমার্ণাধীন আট তলা ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন : মো. ইস্রাফিল (২০), মো. রিপন (২০) এবং সাকিম আলী (২০) ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৮ম তলায় মাচাংয়ের উপর দাড়িয়ে সিলিংয়ে কাজ করছিল ওই তিন জন। হঠাৎ করে নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিম আলী ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন এবং  মো রিপনকে চিকিৎসার জন্য ভর্তি দেন । পরে রিপনও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ