27 C
আবহাওয়া
৫:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » খাতুনগঞ্জে বাড়তি দামে চিনি বিক্রি : ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

খাতুনগঞ্জে বাড়তি দামে চিনি বিক্রি : ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জরিমানা

বিএনএ, চট্টগ্রাম : সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি ও অন্যান্য অনিয়মের দায়ে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারের ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা খাতুনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

উমর ফারুক বলেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করা হয়েছে। চিনি উৎপাদনকারী মিলের বিষয়ে তথ্য হালনাগাদ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বাড়তি মূল্যে চিনি বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং অনিয়মের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারা অনুযায়ী ৪টি মামলায় লক্ষ্মী নারায়ণ স্টোর, নাহিদ ট্রেডার্স ও জমজম ট্রেডার্সকে ২ হাজার করে মোট ৬ হাজার এবং নামহীন একটি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ