১:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » ১৯ ফেব্রুয়ারির আগে কিছুই বলা যাচ্ছে না: ওবায়দুল কাদের

১৯ ফেব্রুয়ারির আগে কিছুই বলা যাচ্ছে না: ওবায়দুল কাদের

১৯ ফেব্রুয়ারির আগে কিছুই বলা যাচ্ছে না: ওবায়দুল কাদের

বিএনএ: রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন চূড়ান্ত করার দায়ভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। ১৯ ফেব্রুয়ারির আগে এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগের প্রার্থীই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তাই অনেকেই এ বৈঠককে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়ার বিশেষ বৈঠক হিসেবে মনে করেছিলেন।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়
আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়

রাষ্ট্রপতি পদে যারা আলোচনায় রয়েছেন, তারা হলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ