27 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » কাঁদারও লোক নেই

কাঁদারও লোক নেই

তুরস্ক

বিএনএ, বিশ্বডেস্ক : সোমবার ভোর চারটার দিকে কেপে উঠে তুরস্ক এবং সিরিয়ার অনেক এলাকা। অনেকে ঘুমে ছিলেন। আর সে ঘুমই চিরঘুম হয়ে গেলো ভূমিকম্পে। ১৯৩৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি।

উদ্ধারকর্মীরা কাজ করছেন। মরদেহের পর মরদেহ উদ্ধার হচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।

অবস্থা এমন হয়েছে অনেক পরিবারে সকল সদস্য মারা গেছেন। কাঁদার পর্যন্ত লোক অবশিষ্ট নেই। শোকপালন করবেন বলেও আত্মীয়-পরিজন নেই অনেকের।

ভূকম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কে। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে।

প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-র মতে, এই কম্পনের তীব্রতা ছিল ৬.৭।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করে লেখেন, ‘ভূমিকম্পের ফলে আমাদের দেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আমার দেশবাসীদের প্রতি সহানুভূতি জানাই। বিপর্যয় মোকাবিলা সংস্থার কর্মীরা সকলে সতর্ক রয়েছেন। উদ্ধারকাজে কোনো ত্রুটি নেই।’

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ