27 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ার ১৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে

সাতকানিয়ার ১৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে

সাতকানিয়ার ১৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায়  ১৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় । চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি, কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।

এদিকে ভোটকেন্দ্রে সংঘাত এড়াতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে ৬ সদস্যের পুলিশ টিম। এছাড়াও ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাবের ৬টি টহল টিম দায়িত্ব পালন করছে।

এ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে পুরানগড়, কেঁওচিয়া, সাতকানিয়া সদর ও মাদার্শা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য ইউপিতে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৫৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৪৫টি ভোট কেন্দ্রের ৬৭১ বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ