22 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম দিতে পারবে রাজনৈতিক দলগুলো

১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম দিতে পারবে রাজনৈতিক দলগুলো


বিএনএ, ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম প্রস্তাব করতে পারবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো।রাজনৈতিক দলের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে আগ্রহীরাও নাম প্রস্তাব করতে পারবেন্।অনুসন্ধান (সার্চ) কমিটির প্রথম সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহ্বান করছে।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ