17 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » গোপালগঞ্জে শীতের শেষে গুড়ি গুড়ি বৃষ্টি

গোপালগঞ্জে শীতের শেষে গুড়ি গুড়ি বৃষ্টি

গোপালগঞ্জে শীতের শেষে গুড়ি গুড়ি বৃষ্টি

বিএনএ,গোপালগঞ্জ : গোপালগঞ্জে শীতের প্রকোপ কমলেও গুড়ি গুড়ি বৃষ্টিতে জন জীবন বিপযর্ন্ত হয়ে পড়েছে।রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এতে কুয়াশা কম পড়ায় শীতের তীব্রতা ছিল কম। তবে দুপুর হতেই জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে  সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষ। যারা বাইরে বের হয়েছেন বা বের হচ্ছেন তারা ছাতা ব্যবহার করছেন। তবে বিকেল ৪টার দিকে বৃষ্টি কমে গেলে সুর্যের মুখ দেখা মেলে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান,  রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  সোমবার(৮ ফেব্রুয়ারি) বৃষ্টি না হলেও মেঘ কেটে গিয়ে শীতের তীব্রতা বাড়বে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ