27 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » বৃদ্ধ মা’কে নিয়ে ভোট দিলেন আলাউদ্দিন নাসিম

বৃদ্ধ মা’কে নিয়ে ভোট দিলেন আলাউদ্দিন নাসিম


বিএনএ, ফেনী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে তার নিজ কেন্দ্র পরশুরামের গুথুমা খান বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়য়ে ভোট দেন তিনি।

ভোট দেয়া শেষে আলাউদ্দিন নাসিম বলেন, নির্বাচন নিয়ে দেশের কোথাও শঙ্কা নেই, আছে কিছুটা সন্ত্রাস। রাজনৈতিক কর্মসূচি মানুষের কল্যাণের জন্য। কিন্তু গত ২-৩ দিন ধরে তারা (বিএনপি) যেগুলো করছে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখেই বুঝা যাচ্ছে ব্যাপক ভোটার উপস্থিতি হবে।

এবার ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নৌকা প্রতীকে, তৃণমূল বিএনপির মো. শাহজাহান শাজু সোনালী আঁশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদশে প্রার্থী কাজী মো. নুরুল আলম মোমবাতি প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার ছড়ি প্রতীক, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল লাঙ্গল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম চৌধুরী ঈগল প্রতীকে নির্বাচনে লড়ছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ