15 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে প্রকাশ্যে সিল মারায় প্রিজাইডিং অফিসারসহ আটক ৩

ময়মনসিংহে প্রকাশ্যে সিল মারায় প্রিজাইডিং অফিসারসহ আটক ৩


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ-১০ এ (গফরগাঁও) প্রকাশ্যে সিল মারা ও নৌকার পক্ষে কাজ করায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে।রোববার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ্ব আকবর হোসেন কওমী মাদ্রাসা ও এতিমখানায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হল   মদিনাতুল উল আলহাজ্ব আকবর হোসেন কাওমী মাদ্রাসা ও এতিমখানার প্রিজাইডিং অফিসার ইলিয়াস উদ্দিন, সহকারী প্রিজাইডিং অফিসার ও নৌকার এজেন্ট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান বলেন, কেন্দ্রের ভিতরে নিয়মবর্হিতভুত কাজ করার অভিযোগে ইউএনও’র নির্দেশে তাদের আটক করে থানায় পাঠানো হয়েছে।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ