29 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রোহিঙ্গা

বিএনএ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে।

শরিবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক এ ঘটনায় কোনও হাতাহতের খবর পাওয়া যায়নি।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৪ এর অধিনায়ক উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এটি অগ্নিকাণ্ড নাকি পরিকল্পিত ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন ছড়াল খোঁজ নেওয়া হচ্ছে।

কক্সবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ অতিশ চাকমা তিনি বলেন, রাত ১টার দিকে ক্যাম্পে আগুন লাগে। এরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে প্রায় এক হাজারের বেশি ঘর পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ