18 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বিপিএল; বরিশালের বিপক্ষে সিলেটের বড় জয়

বিপিএল; বরিশালের বিপক্ষে সিলেটের বড় জয়

সিলেটের জয়

বিএনএ: বিপিএল-এর চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ১৯৫ রানের টার্গেট খেলতে নেমে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফির সিলেট।

বরিশালের দেয়া বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। দলীয় ১ রানের মাথায় রান আউটের শিকার হন ওপেনার কলিন অ্যাকারম্যান। এরপর তাওহীদ হৃদয়কে সাথে নিয়ে নাজমুল হোসেন শান্ত ৬৭ বলে ১০১ রানের বড় ইনিংস গড়ে তোলেন। ৪০ বলে ৪৮ রান করা শান্ত রান আউটের শিকার শান্ত। একপ্রান্ত আগলে রেখে জাকির হোসেনের সাথে ১৭ বলে ৩৪ রানের জুটি গড়েন তাওহীদ। দলীয় ১৩৬ রানের মাথায় ৩৪ বলে ৫৫ রান করে করিম জানাত-এর শিকারে পরিণত হন তাওহীদ।

এরপর মুশফিকুর রহিমের সাথে ১৭ বলে ৩৮ রানের জুটি গড়েন জাকির হোসেন। ১৭৪ রানের মাথায় মাত্র ১৮ বলে ৪৩ রান করে দলকে সঠিক পথে রাখেন তিনি। বাকী কাজটা সেরে ফেলেন থিসারা পেরেরা। তিনি ৯ বলে ২০ আর মুশফিক ১১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

বরিশালের পক্ষে করিম জানাত ও চতুরঙ্গ ডি সিলভা একটি করে উইকেট শিকার করেন।

এর আগে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মিরপুরে শুরু হয় ম্যাচটি। টস জিতে আগে ব্যাটিং করতে নামে বরিশাল। সাকিবের ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রানের বড় পুঁজি গড়ে দলটি।

চতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হকের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে বরিশাল। দলীয় ৬৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ে তাদের। মাশরাফির ওভারে ২১ বলে ২৯ রান করে ফিরে যান এনামুল হক। বরিশালের ৭৩ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন ইমাদ ওয়াসিম। ২৫ বলে ৩৬ রান করা চতুরঙ্গ ডি সিলভাকে সাজ ঘরে ফেরান তিনি। ১০৮ রানের মাথায় ফিরে যান ইফতেখার আহমেদ। ১০ বলে ১৩ রান করে মাফরাফির শিকারে পরিণত হন তিনি। ১৩৮ রানের মাথায় আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ বলে ১৯ রান করে ফিরে যান তিনি। ১৭১ রানের মাথায় রেজাউর রহমানের শিকার হন হায়দার আলী। ৬ বলে মাত্র ৩ রান করেন তিনি।

একপাশ আগলে রাখা সাকিব ফিরে যান ১৮৩ রানের মাথায়। ৩২ বলে ৬৭ রান করে মাফরাফির বলে ক্যাচ আউট হন তিনি। ১৮৮ রানের মাথায় রান আউটের শিকার হন মেহেদি মিরাজ। শেষ পর্যন্ত ১৯৪ রানে থামে বরিশালের ইনংস।

সিলেটের পক্ষে মাশরাফি ৩টি এবং ১টি করে উইকেট পান ইমাদ ওয়াসিম, রেজাউর রহমান ও থেসেরা পেরেরা।

৩৪ বলে ৫৫ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সিলেট স্ট্রাইকার্সের তাওহীদ হৃদয়।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আনামুল হক, এবাদত হোসেন, খালেদ আহমেদ, কামরুল ইসলাম, ইফতেখার আহমেদ, করিম জানাত, হায়দার আলী, চতুরঙ্গ ডি সিলভা।

সিলেট স্ট্রাইকারস একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ