25 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) বিকালে পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে নন্দীবাড়ী গিয়াস মেম্বার বাড়ির পাশের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি রাজশাহী, নওগাঁ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিরা ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন।

প্রতিযোগিতায় তিন পর্বে কদম দৌড়, তিন পর্বে দাপট দৌড় ও শেষ পর্বে বিজয়ী ৩ টি ঘোড়া নিয়ে চ্যাম্পিয়ন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আকর্ষণ হিসেবে নওগাঁর আলোচিত তিন শিশুর প্রতিযোগি তাসলিমা, সোনিয়া ও হালিমা ঘোড়া নিয়ে বিশেষ দাপট দৌড়ে অংশ নেন।

পৌর সভার ১ম প্যানেল মেয়র মো. মনিরুজ্জামান দুদুর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী। মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, সমাজ সেবিকা মোছাঃ মরিয়ম বেগম, পৌরসভার ২য় প্যানেল মেয়র বলুর রশীদ, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা সেলিম সরকার, ওমর ফারুক, রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।
বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ