19 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বিপিএল; খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা

বিপিএল; খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা

ঢাকার জয়

বিএনএ: বিপিএল-এর তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটরস। খুলনার দেয়া ১১৪ রানের টার্গেটে খেলতে নেমে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নাসির হোসেনের দল।

ছোট টার্গেট তাড়া করতে নেমে ঢাকার আহমেদ শেহজাদ ও দিলশান মুনাবীরার উদ্বোধনী জুটিতে আসে ১৬ রান। আহমেদ শেহজাদ ৭ বলে ৪ রান করে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। পরে সৌম্য সরকারের সাথে ২২ বলে ৩১ রানের জুটি গড়েন দিলশান মুনাবীরা। দলীয় ৪৭ রানের মাথায় ওহাব রিয়াজের বলে ১৩ বলে ১৬ রান করে ফিরে যান সৌম্য। ৫১ রানের মাথায় দিলশান মুনাবীরাকে ফিরিয়ে দেন সাইফুদ্দিন। ২৮ বলে ২২ রান করে সাজ ঘরে ফেরেন তিনি। দলীয় ৬৬ রানের মাথায় চতুর্থ উইকেট পড়ে ঢাকার। ১৪ বলে ৮ রান করা মিথুনকে ফিরিয়ে দেন পল ভ্যান মিকেরেন।

এরপর উসমান ঘানিকে সাথে নিয়ে ৩৩ বলে ৩৪ রানের ভাল একটি ইনিংস গড়েন নাসির হোসেন। দলীয় ১০০ রানের মাথায় ১৫ বলে ১৪ রান করা উসমান ঘানিকে ফিরিয়ে দেন সাইফুদ্দিন। শেষ পর্যন্ত আরিফুল হককে সাথে নিয়ে ৩৬ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে ভেড়ান অধিনায়ক নাসির হোসেন।

খুলনার পক্ষে সাইফুদ্দিন ২টি ও ১টি করে উইকেট শিকার করেন পল ভ্যান মিকেরেন ও ওহাব রিয়াজ।

এর আগে শনিবার (৭ জানুয়ারি) মিরপুরে দুপুর ২টায় টস হেরে ব্যাট করতে নামে খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান তুলতে সক্ষম হয় ইয়াসীর রাব্বীর দল।

প্রথম পাওয়ারপ্লে’তে ৩২ রানে ৩ উইকেট হারায় খুলনা। ১১তম ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করে দলটি। ১৬ ওভারে গিয়ে তাদের রান দাঁড়ায় ৫ উইকেটে ৮৫। ১৯ ওভারে শতক পূর্ণ করে শেষ পর্যন্ত থামে ১১৩ রানে। খুলনার পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক ইয়াসির রাব্বী, এছাড়া সাইফুদ্দিন ১৯ ও আজম খান ১৮ রান ছাড়া আর কোনো ব্যাটার তেমন সুবিধা করতে পারেন নি।

ঢাকার পক্ষে আলামিন হোসেন ৪টি এবং দুটি করে উইকেট শিকার করেন নাসির হোসেন ও আরাফাত সানি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ