18 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » হবিগঞ্জে সড়কে প্রাণ হারাল ৫ জন

হবিগঞ্জে সড়কে প্রাণ হারাল ৫ জন

হবিগঞ্জে সড়কে প্রাণ হারাল ৫ জন-ছবি সংগৃহিত

বিএনএ, হবিগঞ্জ: হবিগঞ্জের দুদিক থেকে চারটি গাড়ির সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার (৬ জানুয়ারি) মাধবপুর উপজেলায় দিনগত রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বাসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), একই উপজেলার মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মালয়েশিয়া প্রবাসী আব্দুস সালাম (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম (২৬) ও তাদের মেয়ে হাবিবা আক্তার (২)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সচালক মামুন বলেন, ‘সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত সাদিয়া বেগম ও তার মেয়ে হাবিবা আক্তার মারা যান। তাদের মরদেহ মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।’

নিহত সাদিয়া বেগমের মামাতো ভাই হেলাল আহমেদ বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে বোন সাদিয়া ও ভাগনি হাবিবা মারা গেছে। তাদের মরদেহ বাড়িতে আনা হয়েছে। ঘটনাস্থলে নিহত সাদিয়ার স্বামী মালয়েশিয়া প্রবাসী আব্দুস সালাম ও সাদিয়ার ভাই আতিকুর রহমান সিহাব এবং মাইক্রোবাস চালক সাদির আলীর মরদেহও বাড়িতে আনা হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ