বিএনএ, রাঙ্গামাটি : শব্দদূষণ রোধে কাপ্তাই হ্রদে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিন বোট চালককে জরিমানা করা হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে ও বিকালে কাপ্তাই হ্রদে শব্দদূষণ রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন মিঠু ও তাহমিদা আকতারের নেতৃত্বে দু’টি ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সাউন্ড সিস্টেম বাজিয়ে শব্দ দূষণের অভিযোগে তিন বোট চালককে জরিমানা করা হয়। এ সময় লাউড স্পিকারে উচ্চশব্দে গান বাজনা বাজানোর জন্যও কয়েকজনকে অর্থদন্ড প্রদান করা হয়।
কাপ্তাই হ্রদসহ শহরে শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন।
বিএনএনিউজ/এইচ.এম।