17 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি-জলপাইগুড়ি

ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি-জলপাইগুড়ি

ভূমিকম্প

বিএনএ, বিশ্বডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ভূটানের থিম্পু থেকে ৩৫০ কিলোমিটার দূরে।

মৃদু কম্পন অনুভূত হলেও সম্প্রতি এ নিয়ে সেখানে দ্বিতীয়বার ভূমিকম্প হলো।

ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন অনেকে। অনেকেই ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন ফেসবুকে। কেউ কেউ আবার নিজেদের মার্ক সেফ হিসেবেই চিহ্নিত করেন টুইটার ও ফেসবুকে।

প্রসঙ্গত, গত বছরের শেষেই পর্যটনের মৌসুমের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল গ্যাংটক।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ