22 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে সম্মত ট্রাম্প

স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে সম্মত ট্রাম্প

স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে সম্মত ট্রাম্প

বিএনএ,ঢাকা: পরাজয় মেনে নিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর মধ্যদিয়ে ২০ জানুয়ারি স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিলো তা কেটে গেলো।

দেশটির কংগ্রেসের যৌথ অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক বিজয় ঘোষণার পর বৃহস্পতিবার(৭ জানুয়ারি)মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বিবৃতিতে ট্রাম্প বলেন,যদিও নির্বাচনের ফলাফলের সঙ্গে তিনি একমত নন।এরপরও ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

বিদায়ী প্রেসিডেন্ট বলেন,তাদের লড়াইটা হলো শুধু বৈধ ভোট গণনা নিশ্চিত করার জন্য।এছাড়া নিজের ক্ষমতা–আমলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা সময় বলে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবারের এই বিবৃতির মধ্যে দিয়ে একধরনের নির্বাচনী প্রচার শুরু ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’–এর লড়াই সবে শুরু হলো।

এদিকে,ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সম্মত হলেও বাইডেনের আনুষ্ঠানিক জয় ঘোষণার পর এখনো তাকে অভিনন্দন জানাননি ডোনাল্ড ট্রাম্প।এছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ এখনো তুলেই যাচ্ছেন তিনি।

এরআগে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনার কয়েক ঘণ্টা পরই এই ঘোষণা এলো।

গত বছরের নভেম্বরের মার্কিন নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ৬০টির বেশি মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির।যার সবকয়টি খারিজ হয়ে গেছে।

অন্যদিকে, ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন তার ঘনিষ্ঠরা।ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরে এমন ন্যাক্কারজনক হামলায় নিন্দার ঝড় উঠেছে। ট্রাম্পের সঙ্গ ছাড়ার ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা।

সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে,হামলার পরপরই পদত্যাগ করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ এবং ট্রাম্পের সাবেক প্রেস সচিব স্টেফানি গ্রিসহাম।তিনি ট্রাম্প প্রসাশনের একদম শুরুর দিকের কর্মী। ২০১৫ সালে ট্রাম্পের নির্বাচনী শিবিরের প্রচার টিমের সদস্য ছিলেন তিনি।

পদত্যাগের পর স্টেফানি বলেন, হোয়াইট হাউসে কাজের মাধ্যমে এ দেশ সেবার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের সঙ্গ ছাড়ার এ তালিকায় একেবারে প্রথমেই আছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস। তিনি বলেছেন, কংগ্রেস হলে যা দেখা গেল, তাতে তিনি ভীষণভাবে বিরক্ত।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র