26 C
আবহাওয়া
১১:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল কংগ্রেস

বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল কংগ্রেস

বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল কংগ্রেস

বিএনএ বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের ইলেক্টরাল কলেজের জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয় নিশ্চিত করা হয়। সেইসঙ্গে কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেয়া হয়েছ।পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা এলো।এদিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

তবে এটা শুধুই রীতি মানার আনুষ্ঠানিকতা ছিল। বাইডেনের জয় আগেই নিশ্চিত হয়ে গেছে। আগামি ২০ জানুয়ারি তার শপথ গ্রহণে আর কোনো বাধা থাকল না।

আনুষ্ঠানিকভাবে ইলেক্টরাল কলেজ ভোট গণনার সময়  জর্জিয়া ও পেনসিলভেনিয়ার ইলেক্টরাল ভোট বাতিলের আবেদন জানান কয়েকজন। আরিজোনা, নেভাদা ও মিশিগানের ইলেক্টরাল ভোটের বিষয়েও অভিযোগ তোলে রিপাবলিকানরা। তবে তা ধোপে টিকেনি।কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার কারণে উৎসবের এ আয়োজন দাঙ্গায় পরিণত হয়।

ইলেক্টরাল ভোটের ফলাফল চূড়ান্ত করতেই বুধবার পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংস তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন। উত্তেজনা ছড়িয়ে পড়ায় ওয়াশিংটন ডিসিতে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে কারফিউ দেয়া, জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে স্থানীয় কর্তৃপক্ষ।

আগামি ২১শে জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে। অর্থাৎ ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত শহরে কারফিউ জারি থাকবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ