21 C
আবহাওয়া
৮:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা মেডিকেলে অগ্নিকাণ্ড

ঢাকা মেডিকেলে অগ্নিকাণ্ড

পরিচয় মিলেছে সেই নারীর

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় আইসিইউ’র বাইরের দিকে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ঢামেকের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ছালেহ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুটি ইউনিট নিয়ে হাসপাতালে যাই। কিন্তু তার আগেই হাসপাতালের কর্মচারীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত বর্জ্য থেকে আগুন লেগেছিল। তবুও তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ বের করা হবে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, পুরাতন ভবনের আইসিইউ এর বাইরের দিকে আগুন লাগে। সেখানে এসি আছে। হাসপাতালের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। তবে চারতলায় আইসিইউতে ১৮জন ও এইচডিইউতে ১৮জন রোগী আছে। তাদের কোনো সমস্যা হয়নি। সেখানে ধোঁয়া ঢুকতে পারেনি।

বিএনএ/ এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ