15 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » বাড়ি ফিরলেন সৌরভ

বাড়ি ফিরলেন সৌরভ

সৌরভ

স্পোর্টস ডেস্ক: কিংবদন্তি বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি চিকিৎসা শেষে হাসপাতালে ছেড়ে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে হাসপাতাল ছাড়েন তিনি।

তবে আপাতত কয়েক দিন নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে সৌরভকে। করাতে হতে পারে নানা পরীক্ষা-নিরীক্ষাও।

করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। একটি ধমনিতে রিং বসানো হয়েছে। বাকিগুলোতে বসানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে রবিবার। হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব হলে হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই অধিনায়ককে।

হাসপাতাল থেকে বেরিয়ে প্রত্যেক চিকিৎসক এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বিসিসিআই প্রেসিডেন্ট। বলেন, ‘হাসপাতালের সব চিকিৎসকেরা আমাকে অত্যন্ত ভালো সেবা দিয়েছেন। আমাকে এত যত্ন করার জন্য অনেক-অনেক ধন্যবাদ। এখন আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। জীবন ফিরে পেলাম। আশা করি শিগগিরই বিমানেও চড়তে পারব।’

গত শনিবার জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি হন। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তার। রাইট করোনারি আর্টারি-সহ মোট তিনটি ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্টেন্ট বসানো হয়।

এর পর মঙ্গলবার বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি দেখা করেন সৌরভের সঙ্গে। তারপরই জানিয়ে দিয়েছিলেন, সৌরভ একদম সুস্থ। সপ্তাহ দু-এক বিশ্রাম নিয়েই আগের মতোই সব কাজ করতে পারবেন তিনি।

দেবী শেঠি এও বলেন, সৌরভ এতটাই সুস্থ যে তিনি চাইলে ক্রিকেট খেলতে বা ম্যারাথনেও নামতে পারেন। কিংবা প্লেন ওড়াতেও বাধা নেই। বুধবার বাড়ি ফেরার কথা ছিল তার। হাসপাতালে যান স্ত্রী ডোনা ও মেয়ে সানা। ডিসচার্জ সার্টিফিকেট তৈরি করা হলেও সাবধানতা হিসেবে সেদিন বাড়ি যেতে সম্মত হননি সৌরভ।

তখন জানা যায়, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হবে তাকে। ঠিক সেই মতোই স্থানীয় সময় সকাল সাড়ে দশটার পরই হাসপাতাল থেকে বেরোন সৌরভ।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ