বিএনএ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল থেকে সারা দেশে সতর্ক পাহারায় থাকতে ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
মঙ্গলবার (৬ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, বিএনপি গত ১৩বছরে ১৩মিনিট দাঁড়াতে পারে নি। ফখরুল সাহেব জানি, আপনার অন্তরে জ্বালা কেন, বুকে কেন জ্বালা। কারণ পদ্মা সেতু হয়েছে। মেট্টোরেল হচ্ছে। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল হয়েছে। আপনার নেত্রী বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে। টিকবে না। এখন এই সেতু দিয়ে হাজার হাজার গাড়ি চলছে।
বিএনএ,এসজিএন