বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন মঙ্গলবার(৬ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে। বেলা ১১টা ২৭মিনিটে বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, করোনার সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে। জিয়াউর রহমান ছাত্রদল সৃষ্ঠি করে ছাত্রদের হাতে অস্ত্র, টাকা পয়সা তুলে দিয়েছিল।১০ডিসেম্বর বিএনপি যদি বিশৃংখলা সৃষ্ঠির চেষ্ঠা করে তাহলে ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দেবে।
সম্মেলন পরিচালনা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
দীর্ঘ চার বছর পর শুরু হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম এ জাতীয় সম্মেলন। সর্বশেষ ২০১৮ সালের ১১ ও ১২ মে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন।
ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
bnanews24,GN