19 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » এসএসসি ১৯৮৫ ব্যাচ চট্টগ্রাম মিলন মেলা ২০২২ এর রেজিস্ট্রেশন শুরু

এসএসসি ১৯৮৫ ব্যাচ চট্টগ্রাম মিলন মেলা ২০২২ এর রেজিস্ট্রেশন শুরু

Yasin Hira এসএসসি ১৯৮৫ ব্যাচ চট্টগ্রাম মিলন মেলা

বিএনএ, চট্টগ্রাম: ‘সাগরের বিশালতায় ফিরে চলো কৈশেরে’ এ শ্লোগানে এসএসসি ১৯৮৫ ব্যাচ চট্টগ্রাম মিলন মেলা ২০২২ এর আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি লাভলেইনস্থ ‘স্মরণিকা’ কনভেনশন সেন্টারে এ মিলন মেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে আগামী ২৮ ডিসেম্বর ২০২১ এর মধ্যে।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার পাঁচ শত টাকা। তবে বিকাশে প্রদান করলে পাঠাতে হবে এক হাজার পাঁচ শত পঁচিশ টাকা। বিকাশ নম্বর সমূহ হচ্ছে ০১৭১৫-৯০৯০৭৪ (জসীম উদ্দিন), ০১৭১১-৯৬২৯৯০ (সালাউদ্দিন মামুন) ০১৮৪১-৪৭৭৮৮৪ ( সালেহ উদ্দিন সালু,) বিকাশ/ নগদ ০১৭১১-১৭০০২৮ (নোয়েল কাদের)। রেজিস্ট্রেশনকালে মোবাইল নম্বর, টি শার্ট (সাইজ M/L/XL) এবং স্কুলের নাম উল্লেখ করতে হবে।

এ তথ্য জানিয়েছেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক এবং এসএসসি ৮৫’ ব্যাচ চট্টগ্রাম, মিলন মেলা ২০২২’ এর অন্যতম আয়োজক সদস্য হাদিদুর রহমান।

বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে এসএসসি ৮৫’ ব্যাচ চট্টগ্রাম মিলন মেলা ২০২২ এর আহবায়ক এসএম আবু সুফিয়ান (০১৮১৯-৩১০৫১১), সদস্য সচিব এম জসিম উদ্দিন (০১৭১৫-৯০৯০৭৪), সদস্য শামীমা ফেরদৌস মিলি (০১৭১১-০৪১৩৬৩), মাহমুদুল হক লরেন (০১৮১৫-২৬৭১২২), আলমগীর কবির (০১৭১৬-৯৯২২৯৬) এর সঙ্গে।

বিএনএ/ ওয়াই এইচ/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ