বিএনএ, ঢাকা: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক আসার মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এরআগে ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেয়। সকাল ১১ টার দিকে ভারতীয় ট্রাকচালকরা একত্র হয়ে হিলি জিরো পয়েন্ট গেটে ভারতের অভ্যন্তরে বিক্ষোভ করতে থাকে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায় ওই দেশের ওজনের সঙ্গে এদেশের ওজন কম হচ্ছে। এ বিষয়ে কয়েকদিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরে স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। তাতেও তাদের ওজনে কম পাওয়া যায়। এই কারণে ভারতীয় ট্রাক চালক সমিতিরা হিলি বন্দরে পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছিল। পরে রোববার (৫ ডিসেম্বর) বিকেল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি কার্যক্রম শুরু করেছে।
বিএনএ/এমএফ