24 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » অতিরিক্ত ডিআইজি হলেন ১২ কর্মকর্তা

অতিরিক্ত ডিআইজি হলেন ১২ কর্মকর্তা

এএসপি হলেন পুলিশের ২৬ পরিদর্শক

বিএনএ, ঢাকা : অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ১২ কর্মকর্তা। সোমবার (৬ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহাবুবর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেড অনুযায়ী ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় এতে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, উপপুলিশ কমিশনার এ. বি. এম. মাসুদ হোসেন, উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ ও উপপুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কুষ্টিয়ার পুলিশ সুপার এ. এইচ. এম আবদুর রকিব, খুলনা অঞ্চলের নৌপুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির উপপুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ