বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৬ নভেম্বর) জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. শাহজাহান। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থাইংখালী রহমতবিল গ্রামের মৃত আশরাফ মিয়া ও নুর জাহানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম।
বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম