স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার গ্যাড়াকলে আটকে আছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করতে পারলেও তা ধরে রাখতে পারেনি টাইগাররা। এরপর একে একে ছয়টি ম্যাচে সাক্ষী হতে হয়েছে পরাজয়ের। হারের বৃত্তে আটকে পড়া লাল-সবুজ দলকে তাই সবার আগে বিদায় জানাতে হয়েছে এবারের আসরকে। এদিকে হতাশাজনক পারফর্ম্যান্সে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাওয়া নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।
বিশ্বকাপে সাত ম্যাচ খেলে ১ জয় এবং ৬ হারে ২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে ৯ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে সমান সংখ্যক জয়-পরাজয় নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় দশে আছে ইংল্যান্ড। টাইগারদের আগে আটে নেদারল্যান্ডস এবং সাতে আছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল খেলতে পারবে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে। সে হিসেবে বর্তমান প্রেক্ষাপটে নয় নম্বরে থাকা বাংলাদেশের আসন্ন এই টুর্নামেন্টে খেলায় কোনো সম্ভাবনা নেই। তবে বেশ কয়েকটি সমীকরণ মিললে এখনো টাইগারদের জন্য সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়ার। আর সে লক্ষ্যে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।
এদিকে বিশ্বকাপে সাত ম্যাচে দুই জয় পাওয়া লঙ্কানদের জন্যও আজকের ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৫ রানে অলআউট হওয়া লঙ্কানরাও চাইবে টাইগারদের হারিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসও একই কথাই জানিয়েছেন।
এদিকে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যান অবশ্য কথা বলছে না টাইগারদের হয়ে। একদিনের ক্রিকেটে ৫৩ বার লঙ্কানদের মুখোমুখি হয়ে টাইগাররা জয় পেয়েছে মাত্র ৯ ম্যাচে, বিপরীতে শ্রীলঙ্কার জয় ৪২টি, ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। বায়ু দূষণের কারণে ধোয়ায় আচ্ছন্ন হয়ে থাকা ভারতের এ শহরের এই ভেন্যুতে এবারের আসরে দেখা গেছে রান ফোয়ারা। টুর্নামেন্টে ইতিমধ্যেই এই মাঠে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে লঙ্কানদের। সে ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার দেয়া ৪২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২৬ রানে থেমেছিল লঙ্কানরা।
বিএনএনিউজ২৪/ এমএইচ