20 C
আবহাওয়া
১:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসে আগুন

চট্টগ্রামে বাসে আগুন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে থানার অক্সিজেন মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণের কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, বাসটি মুরাদপুর থেকে রাউজান রুটে চলাচল করত। অক্সিজেন মোড় এলাকায় সেটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ