বিএনএ, স্পোর্টস ডেস্ক: ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করে সমর্থকদের মধ্যে। সেই তুমুল উত্তেজনাকর ম্যাচ মাঠে গড়তে যাচ্ছে আজ। তাও আবার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। যেখানে শিরোপা জিততে একে অন্যের বিপক্ষে লড়বে এই দু’দল।
উজবেকিস্তানে ২৪ দল নিয়ে আয়োজিত ফিফা ফুটসাল বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়। যা নিয়ে এখন ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই। কীভাবে এই ম্যাচটি দেখা যাবে তা নিয়েও রয়েছে প্রশ্ন।
ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে। ম্যাচটি শুরু হওয়ার পর ফিফার ওয়েব সাইটে ঢুকে ম্যাচ উপভোগ করতে পারবেন। আরও সুবিধার জন্য এখানে ক্লিক করে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারেন খেলা শুরু হওয়ার পর।
এর আগে, ফুটসাল বিশ্বকাপের দশম আসরে প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। অন্যদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‘হেক্সা মিশন কমপ্লিট’ সেলেসাওদের।
বিএনএনিউজ/ বিএম
Total Viewed and Shared : 1 3576 , 21 views and shared