30 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বিষপানে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীতে বিষপানে কলেজছাত্রীর মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর হাজারীবাগে দুর্গাপূজায় পছন্দের মত কেনাকাটা করতে না পেরে অদিতি রাণী দে (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে মারা গেছেন। বাবা-মা সঙ্গে অভিমান করে বিষপান করেন তিনি। রোববার (৬ অক্টোবর) ভোরে বিষপান করেন অদিতি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮ টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা লিটন চন্দ্র দে বলেন, অদিতি ঢাকার এক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দুর্গাপূজায় শাড়ি চাইলে তাকে সেটা কিনে দেই তারপরও পছন্দ মত কেনাকাটা হয়নি এ নিয়ে তার মার সঙ্গে কথা কাটাতে হয়। এদিকে অদিতির এক কলেজ শিক্ষক আমাকে তার পড়ালেখার বিষয়ে অভিযোগ করেন। এ বিষয়ে আমি অদিতিকে শাসন করি ও পড়াশোনায় মনোযোগী হতে বলি। এতে সে অভিমান করে বিষপান করে। পড়ে থাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ ভারতের উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে আলেম সমাজের নিন্দা বির্জাখাল খনন নিয়ে মেয়রের সঙ্গে নগর জামায়াতের আমির বৈঠক