বিএনএ, বিশ্বডেস্ক : কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় কানাডার সরকারের সাথে দুরত্ব তৈরী হয়েছে ভারতের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হত্যাকান্ডের ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ।
এই অভিযোগ সামনে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার একপর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে। পরে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে ভারত এবং আগামী ১০ অক্টোবরের মধ্যে কানাডার ৪১ কূটনীতিককে ভারত থেকে সরিয়ে নিতে নির্দেশ দেয়।
তার প্রেক্ষিতে ভারত থেকে বেশ কয়েকজন কূটনীতিকদের সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সরিয়ে নিলো কানাডা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, “ভারতে কানাডার কূটনীতিকদের সংখ্যা অনেকটাই বেশি। এদিকে তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। এই আবহে কূটনীতিকদের সংখ্যায় সামঞ্জস্য আনার বিষয়ে দুই দেশের আলোচনা চলছে। তাই আমরা চাই কানাডা এদেশে তাদের কূটনীতিকদের সংখ্যা কমাক”।
বিএনএ/ ওজি