15 C
আবহাওয়া
৬:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে বজ্রপাতে চাচা ভাতিজার মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে চাচা ভাতিজার মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় বজ্রপাতে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার পাগলা এলাকার লংগাইর ইউনিয়নের সতেরোবাড়ী গ্রামে এই ঘটরা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে সোহেল মন্ডল (৪০) ও আকবর আলী মন্ডলের ছেলে রাজিব মন্ডল (৩৫)। সম্পর্কে তারা সহোদর চাচা ভাতিজা।

লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির পানিতে বাড়ির পাশে তলিয়ে মাছ চলে যাচ্ছিল। তা দেখে সোহেল মন্ডল ও রাজিব মন্ডল পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে সোহেল ও রাজিব গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ