বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ ও সংগীতশিল্পী এস আই টুটুল বিনোদন জগতে পরিচিত ছিলেন ‘হ্যাপি কাপল’ নামে। ভক্তদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা ছিল দারুণ। গত বছর তাদের দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনের পথচলার ইতি ঘটেছে। তবে এ বিষয়ে বেশ চুপচাপ ছিলেন অভিনেত্রী তানিয়া। দীর্ঘদিন পর বিচ্ছেদ প্রসঙ্গে একটি গণমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই কথা বলার ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ভিডিও সাক্ষাৎকারে তানিয়া আহমেদ বলেন, ‘বাস্তব জীবনে আবেগটা অন্য রকম। প্র্যাকটিক্যাল লাইফে এটা কঠিন। এটা যখন জীবনের ওপর কোনো প্রভাব ফেলে, তখন মনে হয়েছে একটু একটু করে দূরত্ব তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করেছি। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মেলেনি। মানুষ বলবে তানিয়া আপা এমনিতেই আপনার একটা পাস্ট লাইফ ছিল। এখন আবার কেন। সাধারণত মেয়েরা এই সাহসই করে না। কিন্তু লাভ হয়নি।’
অভিনেত্রী বলেন, ‘সত্য কথা বললেই একজনের চলাচলটা সহজ হয়ে যাবে। তখন অনেক কিছুই করা যায় না। সত্য কথা বললে চুরি করতে পারবে না, উল্টাপাল্টা কিছু করতে পারবে না, করলেও ঝামেলা হয়ে যাবে। প্রতিনিয়ত যে মানুষটার সঙ্গে আমার সমস্যা চলছে, একসময় মনে হয়েছে দুজনের মধ্যে মনের মিল না থাকার চেয়ে মনে হয় সত্য ভাষণটাই জরুরি দরকার।’
যে সম্পর্কের ভেতরে মমতা ছিল না, মায়া ছিল না, সেটা খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তানিয়া ও টুটুল। দুজনই দূরত্বটা অনুভব করছিলেন। পরে তানিয়া মনে করেন, এই সম্পর্ক থেকে বের হয়ে আসাটাই ঠিক হবে। তিনি বলেন, ‘ওর তো একটা জীবন আছে। চাওয়া-পাওয়া থাকতে পারে। ও যা কিছু করেছে…বাইরে গেছে, দেখেছি সোনিয়ার সঙ্গে (যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিন সিরাজ) তার একটা রিলেশন হয়েছে। মানুষের তো জীবন ওটা। ও তো মানুষ। এটা নিয়ে আমার নেতিবাচক কিছু বলার নেই।’
বিএনএনিউজ২৪/ এমএইচ