20.7 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

আজকের পুঁজিবাজার : ডিএসই ও সিএসইতে সূচকের নতুন রেকর্ড

বিএনএ ঢাকা: দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ১৯.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৫১ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। ডিএসইতে এদিন ২ হাজার ৬৭৮ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৩২ কোটি টাকা বেশি।

এদিকে অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৪৯.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৯২২.০৩ পয়েন্টে।

সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। দিন শেষে সিএসইতে ১১৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা বেশি।

বিএনএ নিউজ/ শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ