25 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আখেরি চাহার সোম্বা পালিত

আখেরি চাহার সোম্বা পালিত

পালিত হচ্ছে ‘আখেরি চাহার শম্বা’

বিএনএ ডেস্ক: আখেরি চাহার সোম্বা আজ। ফারসি শব্দগুচ্ছ ‘আখেরি চাহার সোম্বা’র বাংলা অর্থ ‘শেষ বুধবার’। দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করছেন ইসলাম ধর্মবিশ্বাসীরা। দিল্লির মুগল বাদশাহগণও যথেষ্ট মর্যাদার সঙ্গে দিবসটি পালন করতেন। এদিন মুসলমানগণ নফল নামায পড়েন ও দোয়া-জিকির করেন। আবার  দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন অনেকে।

২৩ হিজরির শুরুতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নামাজে ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন তিনি। তার সুস্থতার খবরে উচ্ছ্বসিত হয়ে হাজার হাজার স্বর্ণমুদ্রা, বহু উট ও দুম্বা দান করেন সাহাবিরা। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন মহানবী (সা.)। এর মাত্র ১৫ দিন পর ১২ রবিউল আউয়াল ইন্তেকাল করেন হযরত মুহাম্মদ (সা.)। সাহাবিদের অনুসরণে দান করেন এই দিনে মুসলমানরা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ